"দোলনচাঁপা এক্সপ্রেস" পঞ্চগড় হতে উদ্বোধন হতে যাচ্ছে বর্ধিত রুটের ১১ তারিখে
আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস এর বর্ধিত যাত্রা বিরতি ও পরিবর্তিত বিস্তারিত সময়সূচিঃ
৭৬৮/সান্তাহার-গামী/ডাউন,
১. বিমুসিই, পঞ্চগড়, ছাড়বে ৬ঃ০০
২. নয়নীব্রুজ ছাড়বে ৬ঃ১১
৩. কিসমত ছাড়বে ৬ঃ২৩
৪. রুহিয়া ছাড়বে ৬ঃ৩৫
৫. ঠাকুরগাঁও ছাড়বে ৬ঃ৫৪
৬. পীরগঞ্জ ছাড়বে ৭ঃ৩৭
৭. সেতাবগঞ্জ ছাড়বে ৭ঃ৫৫
৮. দিনাজপুর ছাড়বে ৮ঃ৩৫
৯. চিরিরবন্দর ছাড়বে ৮ঃ৫৯
১০. পার্বতীপুর পৌছাবে ৯ঃ২০ ছাড়বে ৯ঃ৪০
১১. খোলাহাটি ছাড়বে ৯ঃ৫৩
১২. বদরগঞ্জ ছাড়বে ১০ঃ০৬
১৩. রংপুর পৌছাবে ১০ঃ৩০, ছাড়বে ১০ঃ৩৫
১৪. কাউনিয়া পৌছাবে ১১ঃ০০, ছাড়বে ১১ঃ২৫
১৫. পীরগাছা ছাড়বে ১১ঃ৪৩
১৬. বামনডাঙ্গা ছাড়বে ১২ঃ২৭
১৭. গাইবান্ধা ছাড়বে ১৩ঃ০৫
১৮. বোনারপাড়া ছাড়বে ১৩ঃ৪০
১৯. মহিমাগঞ্জ ছাড়বে ১৩ঃ৫১
২০. সোনাতলা ছাড়বে ১৪ঃ০২
২১. বগুড়া ছাড়বে ১৪ঃ৩৮
২২. তালোড়া ছাড়বে ১৫ঃ০৪
২৩. সান্তাহার পৌছাবে ১৬ঃ০০
আপে/ডাউনে সমান বিরতি কার্যকর থাকবে।
৭৬৭/পঞ্চগড় গামী/আপ,১. সান্তাহার ছাড়বে ১১ঃ০০২. তালোড়া ছাড়বে ১১ঃ২৭৩. বগুড়া ছাড়বে ১১ঃ৫৫৪. সোনাতলা ছাড়বে ১২ঃ৩৯৫. মহিমাগঞ্জ ছাড়বে ১২ঃ৫০৬. বোনারপাড়া ছাড়বে ১৩ঃ০৫৭. গাইবান্ধা ছাড়বে ১৩ঃ৪৫৮. বামনডাঙ্গা ছাড়বে ১৪ঃ২০৯. পীরগাছা ছাড়বে ১৪ঃ৪১১০. কাউনিয়া পৌছাবে ১৫ঃ০০, ছাড়বে ১৫ঃ২০১১. রংপুর ছাড়বে ১৫ঃ৪৭১২. বদরগঞ্জ ছাড়বে ১৬ঃ১৫১৩. খোলাহাটি ছাড়বে ১৬ঃ২৮১৪. পার্বতীপুর পৌঁছাবে ১৬ঃ৪৫, ছাড়বে ১৭ঃ০৫১৫. চিরিরবন্দর ছাড়বে ১৭ঃ২৭১৬. দিনাজপুর ছাড়বে ১৭ঃ৫২১৭. সেতাবগঞ্জ ছাড়বে ১৮ঃ২৮১৯. পীরগঞ্জ ছাড়বে ১৮ঃ৪৬২০. ঠাকুরগাঁও ছাড়বে ১৯ঃ১৫২১. রুহিয়া ছাড়বে ১৯ঃ৩৫২২. কিসমত ছাড়বে ১৯ঃ৪৭২৩. নয়নীব্রুজ ছাড়বে ২০ঃ০০পঞ্চগড় পৌঁছাবে রাত ২০ঃ২০ টায়*ট্রেনটির কোন অফ ডে থাকবে না।*টিকিট অনলাইন ও কাউন্টার ২ ভাবেই পাবেন।*দুই দোলনচাঁপা আপ/ডাউন ক্রসিং সম্ভবত গাইবান্ধাতে হতে পারে যদি ২ ট্রেনই সঠিক সময়ে থাকে।*স্টান্ডিং টিকিট চালু আছে। সিট সহ টিকিট না পেলে কাউন্টার থেকে স্টান্ডিং টিকিট নিতে পারবেন৷
0 coment rios:
আপনার একটা সুন্দর মতামত দিন