Friday, 24 June 2022

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট নিয়োগ ১৯৪৪ জন

১৯৪৪ পদে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Bangladesh pratibandhi Kalyan trust job circular

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২



বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট (বিপিকেটি) একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট বাংলাদেশের গ্রাম বাংলায় বঞ্চিত প্রতিবন্ধীদের সুস্থ ও সবল করার লক্ষ্যে বিশ্ব প্রতিবন্ধী দাতা সংস্থা ইউএসএ ও চীনের সহযোগিতায় ও অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে।


৫ বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবন্ধীদের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে বিভাগীয় অফিস/ আঞ্চলিক অফিস/ জেলা অফিস/ উপজেলা অফিস ও ইউনিয়ন পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সৎ, নিষ্ঠা এবং পরিশ্রমী দক্ষ/ অদক্ষ বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।



বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পদ সংখ্যা১৯৪৪

আবেদন প্রক্রিয়া ডাকযোগে 

পদের নাম বিভাগীয় সমন্বয় পদ 

পদ সংখ্যা ৮ টি 

বয়স সর্বোচ্চ ৫৪ বছর 

যোগ্যতা  স্নাতকোওর/ সমমানের ডিগ্রী 

পদের নাম জেলা এরিয়া ম্যানেজার 

পদ সংখ্যা ২০ টি 

বয়স সর্বোচ্চ ৪৫বছর 

যোগ্যতা  স্নাতকোওর/ সমমানের ডিগ্রী 

পদের নাম উপজেলা অফিসার পদ 

সংখ্যা ৩০০ টি 

বয়স সর্বোচ্চ৪০ বছর 

স্নাতক/ সমমানের ডিগ্রী 

পদের নাম মাঠকর্মী/ প্রতিনিধি পদ 

পদ সংখ্যা ৮০০ টি 

বয়স সর্বোচ্চ ৪০ বছর 

মাধ্যমিক/ সমমানের ডিগ্রী 

পদের নাম সহকারি মাঠকর্মী 

পদ সংখ্যা ৭০০ টি 

বয়স সর্বোচ্চ ৩৫ বছর 

যোগ্যতা মাধ্যমিক/ সমমানের ডিগ্রী 


পদের নাম অফিস সহকারী 

পদ সংখ্যা ১০২ টি 

বয়স সর্বোচ্চ ৩০ বছর 

যোগ্যতা অষ্টম শ্রেণী/মাধ্যমিক/ সমমানের ডিগ্রী 


পদের নাম ড্রাইভার 

পদ সংখ্যা ১৪;টি 

বয়স সর্বোচ্চ ৪০ বছর 

যোগ্যতা অষ্টম শ্রেণী /মাধ্যমিক/ সমমানের ডিগ্রী 

আবেদন শুরু ১৮ জুলাই 2022


প্রার্থীর বয়স

আবেদনকারী প্রার্থীর বয়স ১৭ জুন ২০২২ তারিখে উল্লেখিত সীমার মধ্যে থাকতে হবে।


আবেদন ফি

আবেদন ফি বাবদ প্রার্থীকে ১-২ নং পদের জন্য ৩০০ টাকা, ৩-৫ নং পদের জন্য ২০০ টাকা এবং ৬-৭ নং পদের জন্য ১০০ টাকা বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট, বেগম রোকেয়া সরণী শাখা, মিরপুর ঢাকা বরাবর সোনালী ব্যাংক এর অনুকূলে পে-অর্ডার জমা দিতে হবে এবং এর রশিদ আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে।

আবেদন করার পদ্ধতি

প্রার্থীকে ডাকযোগে আবেদন করতে হবে। আবেদন করার জন্য চাকরির আবেদন ফর্ম ডাউনলোড করে আবেদন করতে হবে। আবেদন ফরম টি প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইট হতে ডাউনলোড করা যাবে।


আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের ফটোকপি, জন্ম নিবন্ধন/ জাতীয় পরিচয় পত্রের অনুলিপি, ৩ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সংযুক্ত করে দিতে হবে।


আবেদন পত্রের সাথে নিজ নাম, ঠিকানা সংবলিত ১০ টাকার ডাকটিকিট লাগানো একটি ফেরত খাম যুক্ত করতে হবে। নিম্নের ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে।


আবেদনপত্র প্রেরণের ঠিকানা

বরাবর,

ব্যবস্থাপনা পরিচালক

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট (বি.পি.ক.ট)

বাড়ীনং-১৪, রােড-নং-০৬, সেনপাড়া,

মিরপুর-১০, ঢাকা-১২১৬।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

আপনার একটা সুন্দর মতামত দিন