পঞ্চগড়ের জেলায় নদীর সংখ্য ৪৬ টি
আন্তসীমান্ত নদী :
(১) মহানন্দা (২) করোতোয়া (৩) ডাহুক (৪) তালমা (৫) টাঙ্গন (৬)ঘোড়ামারা (৭) বুড়ি তিস্তা (৮) নাগর।
তালিকা বহির্ভূত আন্তসীমান্ত নদী
(১) বেরং (২) কুড়ুম (৩) চাওয়াই (৪) ছোট যমুনা (৫)পাঙ্গা (৬) আলাই কুমারী (৭) ভাতা (৮) গোবরা (৯) সাঁও
পঞ্চগড়ে উপত্তি :
১. ভেরসা ২. খরখরিয়া ৩. ঘাগরা ৪. বোরকা ৫. ঝিনাইকুঁড়ি ৬. ছেতনাই (৭) শিঙ্গিয়া বা বহু নদী (৮). হুয়ারী বা হঠাৎ নদী, (৯) কাঠগিরি (১০) বাঘমারা (১১) ডারি (১২) চিলকা (১৩) বহিতা (১৪) শালমাড়া (১৫) তিস্তা (১৬) ভাঙ্গা (১৭) পাইকানী (১৮) পাম নদী (১৯) পাথরাজ (২০) আতরাই (২১) ভূল্লি (২২) পাথরাজ (২৩) রসেয়া (২৪)তীরনই (২৫)রনচন্ডি (২৬) জোড়াপানি (২৭) সুই নদী (২৮) পেটকি (২৯) দারা।
পঞ্চগড়ের মাটিতে উৎপত্তি হয়েছে ২৯ টি নদী। অন্য কোন জেলায় এতো নদী প্রবাহিত হয়নি।
এতো নদী প্রবাহিত হলেও পঞ্চগড় ভয়াবহ বন্যা বা ভাঙ্গনের কবলে পড়েনি। এই নদী গুলি উন্নয়নে ভূমিকা রেখেই চলেছে।
0 coment rios:
আপনার একটা সুন্দর মতামত দিন