Showing posts with label চাকরি. Show all posts
Showing posts with label চাকরি. Show all posts

Thursday, 25 August 2022

বিসিএস ক্যাডার  হয়ে চাকরি পেতে চান

বিসিএস ক্যাডার হয়ে চাকরি পেতে চান


 


বিসিএস ক্যাডার হয়ে চাকরি পেতে চান


কেউ বিসিএস ক্যাডার হতে চান, আবার কেউ স্কলারশীপ নিয়ে বাইরে যেতে চান। যা ই করতে চান না কেন, প্রস্তুতির শুরুটা কিন্তু অনেক আগে থেকেই করতে হবে। যেমন, সরকারি চাকরি যদি আপনার লক্ষ্য হয় তাহলে নিয়মিত পত্রিকার পড়ার অভ্যাস করা অনেক জরুরি।  এতে করে পরে যেয়ে আর সাধারন জ্ঞান বই মুখস্ত করতে হবে না। বই পড়া, ইংরেজি চর্চা করা, এ জিনিসগুলো অনার্স এর শুরু থেকে না করলে পরে যেয়ে কোন কুলকিনারা পাওয়া যায় না।  আবার যারা বাইরে যেতে চান উচ্চশিক্ষার জন্য, তাদের জন্য প্রস্তুতিটা আবার অন্য ধরনের। যেমন ধরুন IELTS, GRE, TOEFL এর জন্য প্রস্তুতি নেয়া। যে আয়াবজেল্ট পড়বেন সেটার উপর একাডেমিক এক্সপেরিয়েন্স গেদার করা, পাবলিকেশন্স, এক্সট্রা কারিকুলার এক্টিভিটি এসব কিছু। কোন ইউনিভার্সিটিতে পড়বেন, প্রফেসরদের কীভাবে মেইল দিতে হবে, SOP কিভাবে লিখতে হবে তা জানা।এমন সব ধরনের পেশার জন্যই প্রস্তুতি নেয়া দরকার আছে। তাই আগে ভাগে ভেবে প্রস্তুতি নেয়া শুরু করুন। যারা পড়াশুনা করছেন এবং ভবিষ্যতে উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে, 


বিসিএস ক্যাডার দের জন্য আমার দুটি পরামর্শঃ


১. একাডেমিক রেজাল্ট যত বেশি সম্ভব ভালো করা। সিজিপিএ কোন ভাবেই যেনো ৩ এর নিচে না থাকে।

২. IELTS এ একটা ভালো স্কোর। এবং তা হতে হবে মিনিমাম 6.5 এবং কোন মডিউওলে যেনো   6 এর নীচে না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। 

এই দুই কাজ যদি আপনি করতে পারেন, তাহলে ইউরোপ - আমেরিকায় উচ্চশিক্ষার জন্য যাওয়া আপনার জন্য সহজ হবে। আর যদি স্কলারশিপ নিয়ে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে IELTS এ মিনিমাম 7 অথবা তার চেয়ে বেশি স্কোর করতে হবে।


বিসিএস ক্যাডার সোশ্যাল মিডিয়া


সোশ্যাল মিডিয়ার একাউন্ট এর জন্য খোলা ইমেইল ই হয়তো আপনার একমাত্র ইমেইল। যেটা আপনি মোটামুটি সব জায়গায় ব্যবহার করে থাকেন।  Angel, rockstar অনেক হাবিজাবি নাম থাকে বর্তমানে ফেসবুক জেনারেশন এর। তবে, চাকরির ক্ষেত্রে অথবা প্রফেশনালি যেকোন জায়গায় ব্যবহার করার জন্য আলাদা একটা ইমেইল ব্যবহার করবেন। যেখানে শুধুমাত্র দরকারি ইমেইল ই আসবে, কোন সোশ্যাল মিডিয়া প্রমোশন আসবে না। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইমেইলের মধ্যে যেনো আপনার নাম থাকে। যদি নাম ঠিকমত পাওয়া না যায় তাহলে নামের সাথে কোন একটা বা দুটি ডিজিট এড করে দিতে পারেন।

যেমনঃ sakib08@gmail.com


বিসিএস ক্যাডার ইন্টারনেটর সাথ সংযোগ


ইন্টারনেট সংযোগ আর একটা ভালো ডিভাইস থাকলে আপনি পারবেন না এমন কোন কাজ নাই। আয় রোজগার হতে শুরু করে বিভিন্ন ধরনের ক্যারিয়ার, সবকিছুই আপনি অনলাইনে পাবেন। একটা তথ্য জানতে চাইলে সেটাও বের করে ফেলতে পারবেন নানান সোর্স থেকে। ৫২.৫৮ মিলিয়ন মামুষ বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করে। তবুও এত অদক্ষ, বেকার মানুষে ভরপুর কেনো আমাদের দেশ? কারন ধরে এনে খাইয়ে দিতে চাইলেও চিবিয়ে খাওয়াটা আমাদের হয় না। ফ্রি রিসোর্স তো অনেক আছে, কিন্তু সেগুলো শিখা, প্র‍্যাকটিস করার ধৈর্য আমাদের নেই। এখনো সময় আছে, ভবিষ্যতের চাকরির বাজারের জন্য তৈরি হতে হলে নিজেকে দক্ষ করে তুলুন।


বিসিএস ক্যাডারে ইংরেজিতে শিক্ষা


শুধুমাত্র ইংরেজিতে ভালো হলে আপনার সামনে নানা ধরনের ক্যারিয়ার অপশন তৈরি হয়। শিক্ষকতা পেশা হতে শুরু করে বাইরে উচ্চশিক্ষার জন্য যাওয়া, করপোরেট জগতা সফলতা পাওয়া, এমন শতশত কাজের সুযোগ তৈরি হয়। সে জন্য ইংরেজিকে ভয় না পেয়ে তাকে ভালোবেসে কাছে টেনে নিতে হবে। মানে ভালোভাবে বুঝার চেষ্টা করতে হবে।  ইংরেজি এবং  নিয়ে আমার অনেক ভিডিও বানানো আছে। লিংক কমেন্টে দেয়া হলো. চাকরি পাইতে হইলে দরকার নেটওয়ার্কিং। আর ভালো নেটয়ার্কিং এর জন্য দরকার কমিউনিকেশন স্কিল। আপনার স্কিল আর নেটওয়ার্কিং ভালো থাকলে চািকরি ম্যানেজ করা আপনার জন্য তেমন কঠিন কাজ হবে না।


বিসিএস ক্যাডার দের নেটওয়ার্কিং


তবে যাদের নেটওয়ার্কিং নাই. তারা আপনার সফলতা দেখে বলবে, মামা চাচার জোড়ে চাকরি পেয়েছেন। যাদের মামা চাচা নাই, নেটওয়ার্কই তাদের স্বজন, আত্নীয়। এমন অনেক শিক্ষার্থী আছেন যারা পড়াশুনা করে যাচ্ছেন কিন্তু তারা জানেন না কোন সাবজেক্টে পড়লে তাদের জন্য ভালো হবে। কোন বিষয় নিয়ে পড়াশুনা করলে চাকরির বাজারে এগিয়ে থাকা যাবে।  সঠিক সময়ে সঠিক পরামর্শ দেয়ার মত একজন মেন্টর প্রত্যেকের জীবনে প্রয়োজন। কারন একটি ভুল সিদ্ধান্ত অনেক বড় ভোগান্তিতে ফেলে দিতে পারে। সেজন্য সবসময় চেষ্টা করা উচিৎ এমন মানুষের সাথে চলাফেরা করা বা বন্ধুত্ব করা যাদের কাছে থেকে ভালো কিছু জানা যায় বা পজিটিভ আবহ পাওয়া যায়।  আর যদি আপনি প্রতিষ্ঠিতে কেউ হয়ে থাকেন, তাহলে সুযোগ পেলে এমন মেন্টরহীন শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে উপকার করার চেষ্টা করবেন।


বিসিএস ক্যাডারে উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইলে


উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইলে এই পোস্ট হতে পারে আপনার জন্য সব থেকে উপকৃত একটি পোস্ট জার্মানিতে বিজনেস রিলেটেড সাবজেক্ট নিয়ে মাস্টার্সে পড়াশোনা জার্মানিতে ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞানের বিষয় গুলোর জন্য বেশি পরিচিত হলেও বিজনেস রিলেটেড সাবজেক্ট রয়েছে অনেক ইউনিভার্সিটিতে ।নিম্নে বিজনেস রিলেটেড সাবজেক্ট এর মাস্টার্স প্রোগ্রাম তুলে ধরলাম। আশা করি এতে আপনারা উপকৃত হবেন আমার এই পোস্টটি পড়ে।


Business Administration

1• University of Cologne  --- Language --- Duration

    Köln Tuition fees per semester none -- English -- 4 semesters

Beginning

Winter semester


Business and Psychology

2• Catholic University of Eichstätt-Ingolstadt • Eichstätt Tuition fees per semester

none Language English Beginning Winter semester Duration

4 semesters Business Administration, Specialisation in International Business Administration

3. Catholic University of Eichstätt-Ingolstadt • Eichstätt

Tuition fees per semester

none Language English Beginning Winter semester Duration 4 semesters

International Business (Master of Arts)


উপরের ইউনিভার্সিটিগুলো বাদেও রয়েছে আরও অনেক ইউনিভার্সিটি দরকার শুধু কষ্ট করে একটু খুঁজে নেওয়া আপনার পছন্দের কোর্সগুলো খুঁজে নিতে নিচের ওয়েব সাইটটি ভিজিট করুন আশা করি বিজনেস গ্রুপের ভাই/বোনেরা নিজের কাঙ্খিত বিষয় খুঁজে জার্মানির জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন ।


বিসিএস ক্যাডারে সিভিতে চাকরির


সিভিতে লিখে দিলেন কম্পিউটার ব্যবহারে আপনি এক্সপার্ট। Microsoft Office হতে শুরু করে Excel, PowerPoint সব কাজে আপনি বস। যত রকমের উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে সব কিছু দিয়ে আপনার সিভি একদম সয়লাব। কিন্ত, ইন্টারভিউতে যাওয়ার পর যখন টাইপ করতে দিলো তখন একটা শব্দ লিখতে গেলে ২ মিনিট লেগে যায়। কয়েকটা শব্দ লিখে ফাইলটা ঠিকমতো সেভ করতে হয়রান হতে হয়।আপনার অবস্থা যদি এমন হয়, তবে সিভিতে কখনো লিখবেন না আপনি কম্পিউটার ব্যবহারে পারদর্শী।  প্রতি মিনিটে অন্তত ৩০ টি শব্দ বাংলায় এবং ইংরেজিতে লিখতে পারলে তখন আপনি বলবেন যে আপনি কম্পিউটার টাইপিং এ পারদর্শী। এক্সেলের বেসিক যোগ-বিয়োগগুলো অন্তত জানতে হবে। পাওয়ার পয়েন্ট এ অন্তত একটা প্রেজেন্টেশন কীভাবে বানাতে হয় সে দক্ষতা থাকতে হবে। তাহলে কোন ইন্টারভিউতে অন্তত টাইপিং অথবা কম্পিউটার না জানার জন্য আপনার জব রিজেক্ট হবে না। বরং অফিসে আপনার পদোন্নতি খুব দ্রত গতিতে হবে। 


আপনার ভালো খবরগুলো  মানুষের সাথে শেয়ার করবেন আপনার যদি ভালো লাগে। তাদের মুখের এক্সপ্রেশন দেখে আপনি বুঝতে পারবেন কে আপনার সুখে খুশি আর কে খুশি নয়। 


তবে কখনো আপনার দু:খের খবর বা কোন গোপন কথা কারো সাথে শেয়ার করবেন না, সে আপনার যত কাছের বন্ধু কিংবা আত্বীয় হোক। সাময়িক সময়ের জন্য হয়তো আপনি কারো সান্তনা পাবেন তবে পরবর্তীতেে এর নেতিবাচক অনেক প্রভাবও থাকে। সেটা ভাবছি আপনাদের আর বলে বুঝাতে হবে না।


বিসিএস ক্যাডারে অভিজ্ঞতা  লাগেনা চাকরিতে


চাকরি প্রত্যাশীদের একটা অভিযোগ যে অভিজ্ঞতা ছাড়া কোন চাকরি হয় না। এ ব্যাপারটা পুরোপুরি ঠিক নয়। এই লিখায় আমি তার কারন ব্যাখ্যা করবো এবং আপনাদেরকে এমন কিছু চাকরির কথা বলবো যেগুলো করতে হলে কোন প্রকার পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না। তবে আপনাকে অবশ্যই কিছু বেসিক কাজে দক্ষ হতে হবে।  এন্ট্রি লেভেলের প্রায় বেশিরভাগ জবের ক্ষেত্রেই তেমন কোন অভিজ্ঞতা চাওয়া হয় না। তবে আপনি যদি শুরুতে বেশি বেতনের এমন কোন চাকরি চান যেখানে অভিজ্ঞ লোক ছাড়া নিয়োগ দেয়া সম্ভব নয় এবং সে চাকরি না পাওয়া নিয়ে আপনার মধ্যে হতাশা কাজ করে, তাহলে সে দায়ভার আপনার নিজের। একটা প্রতিষ্ঠান এমন কর্মীকে বেশি টাকা দিবে যার মাধ্যমে তার কোম্পানী অনেক টাকা আয় করবে। আপনি অভিজ্ঞতা ছাড়া একজন সদ্য পাশ করা গ্র্যাজুয়েট, কোন একটা জায়গায় জয়েন করার পরপরই আপনার মাধ্যমে কোম্পানীর অনেক প্রফিট হওয়া শুরু হবে না। কাজ শিখে অভিজ্ঞ হয়ে যখন কোম্পানীর উন্নয়নে ভূমিকা রাখবেন তখনই আপনি একজন যোগ্য এবং দামী কর্মী হতে পারবেন। তবে আপনি যদি অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ভালো সাবজেক্টে পড়াশুনা করা শিক্ষার্থী হোন, সেক্ষেত্রে আলাদা বিষয়। তবে একজন সাধারন গ্র্যাজুয়েট হিসেবে আপনার উচিৎ হবে যেকোন কাজে জয়েন করা ফেলা, বেতন কম হলেও। আপনার কাজের অভিজ্ঞতাকে আপনি বেতন হিসেবে বিবেচনা করে নেবেন। তারপর সময় এলে আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা অনুযায়ী চাকরি পরিবর্তন করে ফেলবেন।


যে সমস্ত চাকরির ক্ষেত্রে কোন অভিজ্ঞতা চাওয়া হয় না:

1 Bank Job (MTO, Cash Officer) 

2 Sales Marketing Job 

3Customer Care Relationship

4 Medical Representative 

5 All types of Govt. Job

শত শত চাকরির মধ্যে এগুলো শুধুমাত্র কয়েকটা উদাহরন। তবে যেকোন জবে আপনার পজিশনে উন্নতি করতে হলে আপনার কিছু হার্ড স্কিল এবং সফটস্কিল ডেভেলপ করতে হবে।

বিসিএস ক্যাডারে মেয়েদেরকে চাকরি

কিছু কিছু চাকরি আছে যেখানে মেয়েদেরকে অনেক প্রাধান্য দেয়া হয় এবং সেসব জায়গায় ছেলেদের চেয়ে প্রতিষ্ঠানগুলো মেয়েদের অগ্রাধিকার দিয়ে থাকে। এ ধরনের কিছু চাকরির মধ্যে রয়েছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, ফ্রন্ট ডেস্ক অফিসার, রিসিপশনিস্ট।  কিছু দক্ষতা থাকলে চাকরির পূর্ব কোন অভিজ্ঞতা ছাড়াই এ ধরনের চাকরিতে আবেদন করা যায় এবং সহজে পাওয়া যায় কারন এ পদগুলোতে কাজের জন্য মেয়েদেরকেই উপযুক্ত মনে করা হয়। কোম্পানীভেদে এ ধরনের চাকরির ক্ষেত্রে বেতন ১২ থেকে শুরু করে ৩০ হাজার পর্যন্ত হতে পারে। 

বিসিএস ক্যাডারে প্রতিযোগিতায় চাকরি

এ সকল পদে আবদেন ও কাজ করার জন্য যে সকল দক্ষতা থাকলে আপনি প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন সেগুলো হলো:


✔️ সুন্দর বাচনভঙ্গি (সুন্দরভাবে কথা বলা) ✔️ কম্পিউটার জানা থাকতে হবে (অফিস ও এক্সেল) ✔️ ইংরেজিতে কথা বলার জ্ঞান (অগ্রাধিকার পাওয়া যাবে) এই দক্ষতাগুলো থাকলে যেকোন ধরনের প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি পাওয়া আপনার জন্য তুলনামূলকভাবে সহজ হবে। তবে শুধুমাত্র চাকরি না, ক্যারিয়ারের প্রায় সবক্ষেত্রেই এগুলো আপনাকে এগিয়ে রাখবে।

✔️ Share this post to support your friend

বিসিএস ক্যাডারে চাকরিতে যোগদান 

আপনার পড়াশুনা শেষ, চাকরি দরকার কিন্তু কোন কাজের অভিজ্ঞতা নেই এবং তেমন কোন উল্লেখযোগ্য দক্ষতাও নেই। তাহলে কেমন চাকরি পাবেন বা কোন ধরনের চাকরিতে জয়েন করবেন? এমন অবস্থায় আপনার উচিৎ হবে যেকোন ধরনের চাকরিতে জয়েন করে ফেলা। এটা হতে পারে কোন সেলস এ জব অথবা কোন কোম্পানীতে সাধারন কোন পোস্টে কম বেতনের  চাকরি। ক্যারিয়ারের শুরুতে প্রথম জবে স্যালারির চেয়ে গুরুত্বপূর্ন হচ্ছে কোথাও চাকরিতে যোগদান করা।  তবে অবশ্যই এমন কোখাও জয়েন করবেন অথবা জয়েন করার পূর্বে আলোচনা করে (যদি সুযোগ থাকে) নিবেন যেনো আপনার স্যালারিটা সময়মত পাওয়া যায়। একবার চাকরিতে জয়েন করার পর এ কাজ আপনার ভালো লাগছে কি না অথবা কি কাজ করলে ভালো হবে সেটা আপনি নিজেই ‍বুঝে যাবেন। তবে সময় করে করে আপনার দক্ষতাটাকেও সে অনুযায়ী ঝালাই করে নিতে হবে। আর যাদের ভালো যোগ্যতা ও দক্ষতা আছে তারা অবশ্যই ভেবেচিন্তে, দেখেশুনে কোন একটা ভালো প্রতিষ্ঠানে জয়েন করবেন। গ্র‍্যাজুয়েশন শেষ। এর মধ্যে কারো ভালো একটা সিভি/রিজুমি নাই। সিভি'তে এড করার জন্য কোন উল্লেখযোগ্য স্কিল নাই।  চাকরিতে এপ্লাই করে ইন্টারভিউ তে না যাওয়া। পড়াশুনা না করে সরকারি চাকরির আশায় বসে থাকা। এ সকল উছিলার বস্তা নিয়ে বসে থাকে এক ধরনের বেকার৷ তারা কিছু করতে চায় না, নিজের স্কিল ডেভেলপ করে না। চাকরির বাজারের চাহিদা অনুযায়ী নিজেকে প্রস্তুত করে না। সে কারনে জবও পায় না। যারা যোগ্য কর্মী,  তাদের কখনো জবের অভাব হয় না৷ সবাই হয়তো শুরুটা ভালো জায়গায় করতে পারে না, তবে লেগে থাকলে ভালো জায়গায় পৌছানোও তেমন কোন জটিল কাজ নয়।




Friday, 24 June 2022

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট নিয়োগ ১৯৪৪ জন

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট নিয়োগ ১৯৪৪ জন

১৯৪৪ পদে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Bangladesh pratibandhi Kalyan trust job circular

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২



বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট (বিপিকেটি) একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট বাংলাদেশের গ্রাম বাংলায় বঞ্চিত প্রতিবন্ধীদের সুস্থ ও সবল করার লক্ষ্যে বিশ্ব প্রতিবন্ধী দাতা সংস্থা ইউএসএ ও চীনের সহযোগিতায় ও অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে।


৫ বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবন্ধীদের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে বিভাগীয় অফিস/ আঞ্চলিক অফিস/ জেলা অফিস/ উপজেলা অফিস ও ইউনিয়ন পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সৎ, নিষ্ঠা এবং পরিশ্রমী দক্ষ/ অদক্ষ বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।



বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পদ সংখ্যা১৯৪৪

আবেদন প্রক্রিয়া ডাকযোগে 

পদের নাম বিভাগীয় সমন্বয় পদ 

পদ সংখ্যা ৮ টি 

বয়স সর্বোচ্চ ৫৪ বছর 

যোগ্যতা  স্নাতকোওর/ সমমানের ডিগ্রী 

পদের নাম জেলা এরিয়া ম্যানেজার 

পদ সংখ্যা ২০ টি 

বয়স সর্বোচ্চ ৪৫বছর 

যোগ্যতা  স্নাতকোওর/ সমমানের ডিগ্রী 

পদের নাম উপজেলা অফিসার পদ 

সংখ্যা ৩০০ টি 

বয়স সর্বোচ্চ৪০ বছর 

স্নাতক/ সমমানের ডিগ্রী 

পদের নাম মাঠকর্মী/ প্রতিনিধি পদ 

পদ সংখ্যা ৮০০ টি 

বয়স সর্বোচ্চ ৪০ বছর 

মাধ্যমিক/ সমমানের ডিগ্রী 

পদের নাম সহকারি মাঠকর্মী 

পদ সংখ্যা ৭০০ টি 

বয়স সর্বোচ্চ ৩৫ বছর 

যোগ্যতা মাধ্যমিক/ সমমানের ডিগ্রী 


পদের নাম অফিস সহকারী 

পদ সংখ্যা ১০২ টি 

বয়স সর্বোচ্চ ৩০ বছর 

যোগ্যতা অষ্টম শ্রেণী/মাধ্যমিক/ সমমানের ডিগ্রী 


পদের নাম ড্রাইভার 

পদ সংখ্যা ১৪;টি 

বয়স সর্বোচ্চ ৪০ বছর 

যোগ্যতা অষ্টম শ্রেণী /মাধ্যমিক/ সমমানের ডিগ্রী 

আবেদন শুরু ১৮ জুলাই 2022


প্রার্থীর বয়স

আবেদনকারী প্রার্থীর বয়স ১৭ জুন ২০২২ তারিখে উল্লেখিত সীমার মধ্যে থাকতে হবে।


আবেদন ফি

আবেদন ফি বাবদ প্রার্থীকে ১-২ নং পদের জন্য ৩০০ টাকা, ৩-৫ নং পদের জন্য ২০০ টাকা এবং ৬-৭ নং পদের জন্য ১০০ টাকা বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট, বেগম রোকেয়া সরণী শাখা, মিরপুর ঢাকা বরাবর সোনালী ব্যাংক এর অনুকূলে পে-অর্ডার জমা দিতে হবে এবং এর রশিদ আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে।

আবেদন করার পদ্ধতি

প্রার্থীকে ডাকযোগে আবেদন করতে হবে। আবেদন করার জন্য চাকরির আবেদন ফর্ম ডাউনলোড করে আবেদন করতে হবে। আবেদন ফরম টি প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইট হতে ডাউনলোড করা যাবে।


আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের ফটোকপি, জন্ম নিবন্ধন/ জাতীয় পরিচয় পত্রের অনুলিপি, ৩ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সংযুক্ত করে দিতে হবে।


আবেদন পত্রের সাথে নিজ নাম, ঠিকানা সংবলিত ১০ টাকার ডাকটিকিট লাগানো একটি ফেরত খাম যুক্ত করতে হবে। নিম্নের ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে।


আবেদনপত্র প্রেরণের ঠিকানা

বরাবর,

ব্যবস্থাপনা পরিচালক

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট (বি.পি.ক.ট)

বাড়ীনং-১৪, রােড-নং-০৬, সেনপাড়া,

মিরপুর-১০, ঢাকা-১২১৬।


Friday, 10 June 2022

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু ১২ জুন থেকে

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু ১২ জুন থেকে

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু ১২ জুন থেকে

১২ জুন থেকে দেশের সকল  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম পর্বের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা  শুরু হবে।গতকাল ৭ জুন ২০২২ইং রোজ  মঙ্গলবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


১ম দফায় ৪০,৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে।এর আগে, গত ১২ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে ১ম ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।


ফলাফলের নির্দেশনায় বলা হয়- এই ফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ ফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২০’ এর কোনো শূন্য পদে নিয়োগের নিশ্চয়তা দেয় না।


প্রকাশিত ফলের যে কোনো পর্যায়ে কোনো প্রকার ভুল-ভ্রান্তি/ত্রুটি-বিচ্যুতি/মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে, তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফল বাতিল করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।


গত ২২ এপ্রিল প্রথম ধাপে ঢাকাসহ ২২ জেলার বিভিন্ন উপজেলায় পরীক্ষা হয়।এর মধ্যে ১৪ জেলার সব উপজেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়।এসব জেলার মধ্যে ছিল- চাঁপাইনবাবগঞ্জ,মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার ও লালমনিরহাট। বাকি আট জেলার কিছু উপজেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়। এসব জেলা হলো- সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা ও নোয়াখালী।

Monday, 6 June 2022

প্রবাসী কল্যাণ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রবাসী কল্যাণ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ


প্রবাসী কল্যাণ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদন শুরু- ৭ জুন ২০২২
আবেদনের শেষ সময়- ৬ জুলাই ২০২২

পদ রয়েছে ৩ টি 
১। ড্রাইভার (অষ্টম শ্রেণি পাশ)
পদের সংখ্যা- ৭ জন। 
২। নিরাপত্তা প্রহরী (এসএসসি পাশ)
পদের সংখ্যা-১৭৬ জন। 
৩। অফিস সহায়ক (এসএসসি পাশ)
পদের সংখ্যা- ৯৯ জন। 



Friday, 3 June 2022

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ৩য় ধাপের প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ৩য় ধাপের প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ৩য় ধাপের প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান সকল সেট 2022

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ৩য় ধাপের প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান সকল সেট 2022। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ (পরীক্ষা অনুষ্ঠিত ২০১৯) পরীক্ষার প্রশ্ন ও সমাধান। প্রাথমিক শিক্ষক নিয়োগ ৩য় ধাপের পরীক্ষার সকল সেট প্রশ্নের সমাধান।প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল ২০২২ | পিডিএফ ফাইল রেজাল্ট 2019, Primary Tecaher Job Exam Question Solution Has Been Published On My Educations In BD Website.

প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ পরীক্ষার তৃতীয় ধাপ পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩ জুন সকাল ১০ঃ৩০ টায় শুরু হয় এই পরীক্ষা। ১ ঘন্টা পরীক্ষা শেষে ১১ঃ৩০ টায় পরীক্ষা শেষ হয়।

এখানে আপনাদের সামনে তুলে ধরব ৩ জুন অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষক নিয়গের তৃতীয় ধাপের বিভিন্ন সেটের প্রশ্নের সমাধান । প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সকল প্রশ্নের সমাধান দেখুন এখানেই।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা জেলাভিত্তিক বিভিন্ন সেটের প্রশ্নপত্রে হয়ে থাকে। একাধিক সেই অনুযায়ী বিভিন্ন জেলায় পরীক্ষা সম্পন্ন হয়ে থাকে৷ এখানে আপনাদের সামনে বিভিন্ন সেটের প্রশ্নপত্রের আপডেট তুলে ধরব।

বিদ্রঃ প্রাথমিক শিক্ষক নিয়োগের ৩য় ধাপের প্রশ্নের সমাধানের কাজ চলছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের ৩য় ধাপের পরীক্ষার প্রশ্নের সকল সেট প্রশ্নের সমাধান পেতে এই লিংকে চোখ রাখুন ।

প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল ২০২২ | পিডিএফ ফাইল রেজাল্ট

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

পদের নাম: সহকারী শিক্ষক

সময়: ৬০ মিনিট, পরীক্ষার তারিখ: ০৩-০৬-২২, পূর্নমান: ৮০

 

১। ২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জম্মদিন পালন করা হলো?

 

ক. ১২৫ খ. ১২৬ গ. ১২৩ ঘ. ১২৪ উ. গ

 

২। He is jealous — my prosperity.

 

ক. for খ. of গ. with ঘ. over উ. খ

 

৩। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্তের ৩ গুণ। প্রতি বর্গমিটার ১.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকাতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার?

 

ক. ২৪ খ. ২৫ গ. ২১ ঘ. ২০ উ. ক

 

৪। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে-

 

ক. শুধু সমকোণে দ্বিখন্ডিত করে

 

খ. সমকোণে সমদ্বিখন্ডিত করে

 

গ. সমকোণে অসমভাবে দ্বিখন্ডিত করে

 

ঘ. শুধু সমদ্বিখন্ডিত করে উ. খ


 

৫। ক এর ১৫% যদি খ এর ২০% এর সমান হয় তবে ক:খ = কত?

 

ক. ৫:৩ খ. ৪:৩ গ. ৩:৪ ঘ. ৫:২ উ.গ

 

৬। একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১২ তম পদটি কত?

 

ক. ১০৫ খ. ১০৮ গ. ৯০ ঘ. ১০০ উ. ক

 

৭। ‘তাজা মাছ’ কোন বিশেষণ?

 

ক. রুপবাচক খ. অংশবাচক গ. অবস্থাবাচক ঘ. গুণবাচক উ. গ

 

৮। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬:৮:১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?

ক. ৫৫  খ. ৬৫

 

গ. ৭৫  ঘ. ৪৫  উ. গ

 

৯। নিচের কোণ ভগ্নাংটি ছোট?

 

ক. ২৫ খ. ৪৯ গ. ১৩ ঘ. ৩৭ উ. গ

 

১০। মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল?

 

ক. কনসার্ট ১৯৭১ খ. কনসার্ট ফর বাংলাদেশ

 

গ. কান্ট্রি কনসার্ট ঘ. লিবারেশন কনসার্ট উ. খ

 

১১। ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত?

 

ক. ১৯৭৮ খ. ১৯৭০ গ. ১৯৮০ ঘ. ১৯৭৬ উ. ঘ

 

১২। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। তাদের পার্থক্যের এক চতুর্থাংশের সমান ১৮। ছোট সংখ্যাটি কত?

 

ক. ৪ খ. ৮০ গ. ৭৮ ঘ. ১২ উ. ক


১৩। Which one is the correct passive form of “Who will do the work?”

ক. Who will be done the work?

খ. By whom will the work be done?

গ. By whom the work will be done?

ঘ. Who will done the work?  উ: খ

 

১৪। ‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’। পঙতিটির রচয়িতা কে?

 

ক. সুকান্ত ভট্টাচার্য খ. কাজী নজরুল ইসলাম

 

গ. শামসুর রাহমান ঘ. জীবনানন্দ দাশ  উ. ক

 

১৫। What is the adjective form of the word `People’?

 

ক. Popularity খ. Popularize

 

গ. Populous ঘ. Popular উ. গ

 

১৬। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি?

ক. ৮ খ. ৯ গ. ৬ ঘ. ৭ উ. ক

 

১৭। ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?

 

ক. টুঙ্গিপাড়ার মিয়া ভাই খ. চিরঞ্জীব মুজিব

 

গ. মুজিব একটি জাতির রূপকার ঘ. ছিটমহল উ. গ

 

১৮। A person who was before another person refers to—-.

ক. contemporary খ. superior গ. successor ঘ. predecessor উ: ঘ

 

১৯। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত?

 

ক. ৮১ খ. ৪৫ গ. ২৭ ঘ. ৩৬ উ. ঘ

 

২০। The study of plants—-

 

ক. Biology খ. Plantation গ. Biography ঘ. Botany উ. ঘ

 

২১। ২০ ফুট একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

 

ক. ১০ খ. ৬ গ. ৭ ঘ. ৮ উ. ঘ

 

২২। ব্যাকরণের কাজ কী?

 

ক. ভালো বক্তা তৈরি করা খ. নতুন ভাষা তৈরি করা

 

গ. দ্রুত পড়া ও লেখা শেখানো ঘ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা উ. ঘ

 

২৩। ‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

 

ক. কর্মে শুন্য খ. অপাদানে শুন্য

 

গ. অধিকরণে শুন্য ঘ. কর্তায় শুন্য উ. ক

 

২৪। কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?

 

ক. হাব খ. রিসোর্স গ. সার্ভার ঘ. অ্যাডস্টার উ. খ

২৫। ‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু–

 

ক. আগরতলা মামলা খ. ভাষা আন্দোলন

 

গ. মুক্তিযুদ্ধ ঘ. গণ অভ্যুত্থান উ. গ 

 

২৬। কোন সালে প্রভাতফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে—

 

ক. ১৯৫৪ খ. ১৯৫৯ গ. ১৯৬২ ঘ. ১৯৫২ উ. ঘ 

 

২৭। এক খন্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড’ এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে?

 

ক. শিকাগো আর্ট মিউজিয়াম খ. প্যারিস মিউজিয়াম

 

গ. ব্রিটিশ মিউজিয়াম ঘ. কায়রো মিউজিয়াম উ. খ

 

২৮। এক নটিকেল মাইল সমান কত ফুট?

 

ক. ৫০৮০ খ. ৬০৮০ গ. ৭০৮০ ঘ. ৪০৮০ উ. খ

 

২৯। “;দ্বীপ” এর ব্যাসবাক্য-

 

ক. দুদিকে অপ যার খ. দ্বীপের মত

 

গ. চার দিকে জল যার ঘ. দুদিকে আবদ্ধ জল যার উ. ক

 

৩০। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?

 

ক. সংকোচ খ. পরোপকারিতা গ. সাহসিকতা ঘ. ভয়হীনতা উ. ক 

 

৩১।  What is the synonym of ‘Competent’?

 

ক. Capable খ. Prudent গ. Circumspect ঘ. Discreet উ: ক

 

৩২। কোন শব্দটির বানান সঠিক?

 

ক. দোষণীয় খ. দূষণীয় গ. দুষনীয় ঘ. দোষনীয় উ. খ

 

৩৩। ‘পন্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?

 

ক. জ্ঞান থাকতেও যিনি মূর্খ খ. পান্ডিত্যে যিনি মূর্খ

 

গ. পন্ডিত হয়েও যিনি মূর্খ ঘ. পান্ডিত্যের দ্বারা যিনি মূর্খ উ. গ

 

৩৪। ‘সিএনজি’ পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা ঞয় তা মূলত: —

 

ক. নাইট্রোজেন খ. আর্গন গ. মিথেন ঘ. প্রোপেন উ.

৩৫। The Antonym of the word ‘awesome’ —

 

ক. majestic খ. disgusting গ. grand ঘ. উ: খ

 

৩৬।

 

৩৭।

 

৩৮। উ: ঘ

 

৩৯। 

 

৪০। উ: ঘ

 

৪১।

 

৪২। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?

 

ক. স্ট্রাটোস্ফিয়ার খ. আয়োনোস্ফিয়ার

 

গ. ট্রপোস্ফিয়ার ঘ. ওজোনস্ফিয়ার উ. ঘ

 

৪৩। গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?

 

ক. পূর্ব খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ উ. খ

 

৪৪। ‘তামার বিষ’ কথাটির অর্থ-

 

ক. বিষের কষ্ট খ. অর্থের কু প্রভাব

 

গ. বিষাক্ত তামা ঘ. অহংকার উ. খ

 

৪৫। ল্যাটিন ভাষায় ‘সেন্টি’ অর্থ কী?

 

ক. সহস্রাংশ খ. পঞ্চমাংশ গ. দশমাংশ ঘ. শতাংশ উ. ঘ

 

৪৬। Which one is similar to Adult:Child

 ক. Horse:Mare খ. Cat:Kitten

 

গ. Swine:Saw ঘ. Human:Animal উ: খ

 

৪৭। ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?

 

ক. হাসান আজিজুল হক খ. সৈয়দ শামসুল হক

 

গ. হুমায়ুন আজাদ ঘ. জাহানারা ইমাম উ. ঘ

 

৪৮। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

 

ক. ৫৭ খ. ২৭ গ. ১৭ ঘ. ১ উ. খ

 

৪৯। উ: গ

 

৫০। ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয়?

 

ক.এমডিএল খ. টিডিএল গ. এলডিএল ঘ.এইচডিএল উ. ঘ

 

৫১। “বাউল গানকে” হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে- 

 

ক. ইউনেস্কো খ.ইউনিসেফ গ.ইউএনডিপি ঘ.ইউএনএফপিএ     উ: ক


Friday, 27 May 2022

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ৩৭৭ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তুলে ধরা হলো।

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ৩৭৭ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তুলে ধরা হলো।

  • প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ৩৭৭ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তুলে ধরা হলো।

এসকেএস (SKS) ফাউন্ডেশন NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি

এসকেএস (SKS) ফাউন্ডেশন NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি

SKS Foundation Job Circular 2022 Application Form Download

এসকেএস ফাউন্ডেশন জব সার্কুলার 2022 আবেদনপত্র ডাউনলোড করুন। 



সর্বশেষ এসকেএস ফাউন্ডেশন চাকরি নিয়োগের শূন্যপদ বিজ্ঞপ্তি অনলাইন আবেদন প্রক্রিয়া এবং পিডিএফ আবেদন ফর্ম ডাউনলোড করুন। 

SKS ফাউন্ডেশন চাকরির আবেদন 2022। SKS ফাউন্ডেশন চাকরির বিজ্ঞপ্তি 2022। অবশেষে, SKS ফাউন্ডেশন চাকরির বিজ্ঞপ্তি 2022  আবেদনের জন্য উন্মুক্ত। 

যেহেতু এটি বাংলাদেশের একটি সুপরিচিত এনজিও চাকরি। 

এছাড়া এসকেএস ফাউন্ডেশনে ক্যারিয়ার। 

বেশিরভাগ চাকরিপ্রার্থী এই নির্ভরযোগ্য চাকরির জন্য আবেদন করতে চায়। 

এছাড়াও, আপনি যদি এসকেএস ফাউন্ডেশনের চাকরির বিজ্ঞপ্তি 2022-এর জন্য আবেদন করতে চান। প্রথমে পুরো বিজ্ঞপ্তিটি খুব মনোযোগ সহকারে পড়ুন।

SKS ফাউন্ডেশন চাকরির সার্কুলার তাদের কর্তৃপক্ষ দ্বারা দৈনিক চাকরির বিজ্ঞপ্তিতে প্রকাশিত এবং আমার ওয়েবসাইটে -এ উপলব্ধ। 

এসকেএস ফাউন্ডেশন 2022-এ চাকরির বিজ্ঞপ্তি। এসকেএস ফাউন্ডেশন জব সার্কুলার এই পোস্টে কিছু নতুন চাকরির শূন্যপদ অফার করে। 

ন্যূনতম ব্যাচেলর ডিগ্রী, মেডিকেল স্নাতক, মাস্টার্স ডিগ্রী শিক্ষার্থীরাও এই SKS ফাউন্ডেশন এনজিও সার্কুলার 2022-এ জমা দেওয়ার জন্য আবেদন করে।

SKS ফাউন্ডেশনের জনবল নিয়োগকারী কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইট  এবং অনেক অনলাইন চাকরির প্ল্যাটফর্মে একটি নতুন চাকরির শূন্যতার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

তাছাড়া, সর্বশেষ SKS ফাউন্ডেশন জব সার্কুলারটি এনজিও ডেভেলপমেন্ট জবস বিভাগের অধীনে আমার সাইটে  এও পাওয়া যাচ্ছে। 

এছাড়াও, আপনি আরও বিস্তারিত তথ্য সহ এই SKS চাকরির বিজ্ঞপ্তি পাবেন। 

তাই আপনি আমার সাইট থেকে সহজেই এসকেএস ফাউন্ডেশনের চাকরির জন্য আবেদন করতে পারেন। 

sks-bd.org দ্বারা নতুন কর্মজীবনের সুযোগের শূন্যপদ বিজ্ঞপ্তি। 

আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং মানবতার জন্য কাজ করতে অংশ নিতে অত্যন্ত উৎসাহিত করা হচ্ছে। 

তাছাড়া, আপনি এ এই SKS ফাউন্ডেশন চাকরির বিজ্ঞপ্তি দেখতে পারেন। 

এই সময়ের মধ্যে, আসুন SKS ফাউন্ডেশন সম্পর্কে সম্পূর্ণ তথ্য নীচে দেখুন। 

আপনি যদি চাকরি খুঁজছেন? 

প্রথমে, আমার ওয়েবসাইটে প্রকাশিত SKS ফাউন্ডেশনের চাকরির বিজ্ঞপ্তিটি পড়ুন।



SKS এর সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি আবেদন করার জন্য অনলাইনে উপলব্ধ। 

আপনি যদি চাকরির বিজ্ঞপ্তির জন্য আবেদন করতে চান তবে আপনি এখানে আবেদন করতে পারেন। 

তাছাড়া, আপনাকে যেকোনো চাকরির বিজ্ঞপ্তির জন্য আবেদন করার যোগ্য হতে হবে। 

আমি আপনাকে খুব ভাল খবর একটি টুকরা দিচ্ছি. 

কারণ আপনি এখান থেকে চাকরির জন্য আপনার যোগ্যতার আবেদন চেক করতে পারেন। 

তাছাড়া, আমি এই পোস্টে এসকেএস ফাউন্ডেশন সম্পর্কে প্রয়োজনীয় সমস্ত তথ্য দেব। 

তাই যান এবং নিচে তাদের চেক.



এসকেএস ফাউন্ডেশন চাকরির বিজ্ঞপ্তির তথ্য মে 2022



কোম্পানি/সংস্থা: এসকেএস ফাউন্ডেশন


পদের নাম: মহাব্যবস্থাপক, সহকারী সমন্বয়কারী।


প্রকাশের তারিখ: 27 মে 2022


চাকরির ধরন: এনজিও চাকরি


শিক্ষাগত প্রয়োজনীয়তা: নীচে সার্কুলার দেখুন।


অফিসিয়াল ওয়েবসাইট: www.sks-bd.org


বয়স সীমা: যে কোন।


আবেদনের শেষ তারিখ: 15 জুন 2022


আলোচনাসাপেক্ষে বেতন.


কাজের অবস্থান: সার্কুলার দেখুন।


সূত্র: অনলাইন চাকরি।


এছাড়াও, আরও চাকরির তথ্যের জন্য এই মূল সার্কুলারটি দেখুন।






এসকেএস ফাউন্ডেশন যোগাযোগের ঠিকানা



এসকেএস ফাউন্ডেশন



ঠিকানা: কলেজ রোড, উত্তর হরিনসিংহ, গাইবান্ধা- 5700।



ওয়েব: www.sks-bd.org



ব্যবসা: এসকেএস ফাউন্ডেশন একটি দীর্ঘ-স্বনামধন্য জাতীয় এনজিও যা তাদের জীবনযাত্রার মান এবং জীবিকার জন্য সুবিধাবঞ্চিত দরিদ্র লোকদের জন্য পরিষেবা সরবরাহ এবং অধিকার-ভিত্তিক কার্যক্রমে নিযুক্ত।

৬৮৪ পদে বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি

৬৮৪ পদে বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি

Bangladesh Railway Job Circular 2022 www.railway.gov.bd

আপনি কি বিআর নতুন চাকরির সার্কুলার 2022 খুঁজছেন?
বাংলাদেশ রেলওয়ে কিছু বিভাগের শূন্য পদের জন্য একটি নতুন চাকরির সার্কুলার প্রকাশ করেছে।
স্নাতক পাস, প্রার্থীরা বিআর জব সার্কুলার 2022 আবেদন করার যোগ্য। আপনি বাংলাদেশ রেলওয়ে জবস 2022 আবেদন করার মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যত পেতে পারেন। আপনি বাংলাদেশ রেলওয়ে জব সার্কুলার ছবি, বিআর অ্যাডমিট কার্ড ডাউনলোড, বাংলাদেশ রেলওয়ে পরীক্ষার ফলাফল 2022 পেতে পারেন


আমাদের বিডি সরকারি চাকরির নেট।
আমরা বিআর চাকরির সার্কুলার সম্পর্কে সমস্ত তথ্য প্রকাশ করেছি।
তাই এখনই আবেদন করুন এবং BR জব সার্কুলার 2022-এর জন্য প্রস্তুত হন।

বাংলাদেশ রেলওয়ে জব সার্কুলার 2022 আজ কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.railway.gov.bd প্রকাশ করেছে।
বিআর জব সার্কুলার 2022 নতুন সরকারি চাকরির অফার করে।
বাংলাদেশ রেলওয়ে চাকরির বিজ্ঞপ্তির নতুন চাকরির বিজ্ঞপ্তি আমাদের বিডি চাকরির ওয়েবসাইট বিডি সরকারি চাকরির নেট-এও উপলব্ধ।

রেল মন্ত্রণালয়  চাকরির বিজ্ঞপ্তি বাংলাদেশে সবচেয়ে আকর্ষণীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তি।
railway.gov.bd চাকরির বিজ্ঞপ্তি 2022 হল সেরা সরকারি চাকরির সার্কুলার 2022 এর মধ্যে একটি। তাই বাংলাদেশ রেলওয়ে চাকরির সার্কুলার সম্পর্কে এই সম্পূর্ণ নিবন্ধটি পড়ুন।
বাংলাদেশ রেলওয়ে মন্ত্রকের এই চাকরির সার্কুলার 2022-এর জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে কোন পোস্টটি মিলছে তা অনুগ্রহ করে চেক করুন। তারপর দেরি করবেন না বাংলাদেশ রেলওয়ে চাকরিতে আবেদন করুন।

তাই অনুগ্রহ করে বাংলাদেশ রেলওয়ে জব সার্কুলার 2022 দেখুন।

বাংলাদেশ রেলওয়ে জব সার্কুলার 2022 এবং আবেদনের প্রক্রিয়া 2022 – 648 পদ, যোগ্যতা, বেতন, প্রবেশপত্র, পরীক্ষার তারিখ, এবং সম্পূর্ণ বিজ্ঞপ্তি – বাংলাদেশ রেলওয়েতে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ 2022-এর নিয়োগের পোস্টের জন্য অনলাইন আবেদনপত্রের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে যারা আগ্রহী।
নিম্নলিখিত বাংলাদেশ রেলওয়ে সর্বশেষ শূন্যপদগুলি অনলাইনে আবেদন করার আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে পারে।

বাংলাদেশ রেলওয়ে নতুন চাকরির সার্কুলার 2022 তাদের অফিসিয়াল সাইট – www.railway.gov.bd-এ bdpratidin 2022-এ একটি পেশা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বাংলাদেশ রেলওয়ে একটি সম্পূর্ণ সরকারি সংস্থা।
পোস্টের 06টি শ্রেণীবিভাগ রয়েছে এবং সমস্ত ফাঁড়ি হল 21টি। বাংলাদেশ রেলওয়ে পূর্ব লোকেলে নিরাপত্তা ক্ষমতা (RNB) নথিভুক্ত করা হবে।
তারা হাত সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রস্তাব.
যে সকল প্রতিযোগী যেকোন হারে ‍স্নাতক  পাশ করেছেন এবং ভাল সুস্থ আছেন তারা বাছাই করা পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা চাকরির সার্কুলার ইমেজ দেখে।

আগ্রহী আবেদনকারীদের ঠিকানা উল্লেখ করে একটি আবেদন পাঠাতে হবে: চিফ কমান্ড্যান্ট (পূর্ব), রেলওয়ে নিরাপত্তা বাহিনী, সিআরবি, চট্টগ্রাম ডাকযোগে।

আবেদন কাঠামো তাদের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করা উচিত।
রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের জন্য অংশ, প্রতিবন্ধী প্রতিযোগীদের সুরক্ষিত করা হবে।
আপনি আমাদের সাইটে - www.techparivn.xyz-এ সংক্ষেপে সার্কুলারটি দেখতে পারেন।

প্রতিষ্ঠানঃ বাংলাদেশ রেলওয়ে
পদের নামঃ গেইটম্যান (ট্রাফিক)
পদ সংখ্যাঃ ৬৮৪ টি
আবেদন ফীঃ ৫৬/ টাকা
আবেদন শুরুঃ ৬ জুন ২০২২
আবেদনের লিংকঃ http://br.teletalk.com.bd/
আবেদনের শেষ তারিখঃ ১৮ জুলাই


বাংলাদেশ রেলওয়ের গেইটম্যান (ট্রাফিক) পদের নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ রেলওয়ে নতুন চাকরির সার্কুলার 2022 তাদের অফিসিয়াল সাইট – www.railway.gov.bd-এ bdpratidin 2022-এ একটি পেশা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বাংলাদেশ রেলওয়ে একটি সম্পূর্ণ সরকারি সংস্থা।
পোস্টের 06টি শ্রেণীবিভাগ রয়েছে এবং সমস্ত ফাঁড়ি হল 21টি। বাংলাদেশ রেলওয়ে পূর্ব লোকেলে নিরাপত্তা ক্ষমতা (RNB) নথিভুক্ত করা হবে।
তারা হাত সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রস্তাব.
যে সকল প্রতিযোগী যেকোন হারে ‍স্নাতক  পাশ করেছেন এবং ভাল সুস্থ আছেন তারা বাছাই করা পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা চাকরির সার্কুলার ইমেজ দেখে।

আগ্রহী আবেদনকারীদের ঠিকানা উল্লেখ করে একটি আবেদন পাঠাতে হবে: চিফ কমান্ড্যান্ট (পূর্ব), রেলওয়ে নিরাপত্তা বাহিনী, সিআরবি, চট্টগ্রাম ডাকযোগে।

আবেদন কাঠামো তাদের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করা উচিত।
রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের জন্য অংশ, প্রতিবন্ধী প্রতিযোগীদের সুরক্ষিত করা হবে।
আপনি আমাদের সাইটে - www.techparivn.xyz-এ সংক্ষেপে সার্কুলারটি দেখতে পারেন।


প্রতিষ্ঠানঃ বাংলাদেশ রেলওয়ে
পদের নামঃ গেইটম্যান (ট্রাফিক)
পদ সংখ্যাঃ ৬৮৪ টি
আবেদন ফীঃ ৫৬/ টাকা
আবেদন শুরুঃ ৬ জুন ২০২২
আবেদনের লিংকঃ http://br.teletalk.com.bd/
আবেদনের শেষ তারিখঃ ১৮ জুলাই


বাংলাদেশ রেলওয়ের গেইটম্যান (ট্রাফিক) পদের নিয়োগ বিজ্ঞপ্তি

বিভিন্ন চাকুরীর পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নসমূহ

বিভিন্ন চাকুরীর পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নসমূহ

বিভিন্ন চাকুরীর পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নসমূহ:
১) কবর কবিতার কবি কে?
—জসীম উদ্দীন।

২) শেষের কবিতার রচয়িতা কে? 
– রবীন্দ্রনাথ ঠাকুর।





৩) হাজার বছর ধরে উপন্যাসটির রচয়িতা কে? 
– জহির রায়হান।


৪) বিষের বাঁশি কার রচনা?  
- কাজী নজরুল ইসলাম।

৫) পল্লী সমাজ কার রচনা? 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 

৬) “তবুও থামে না যৌবন বেগ, জীবনের উল্লাসে” উক্তিটি কার?
 – কাজী নজরুল ইসলাম ( যৌবনের গান)

৭) আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে লেখা?  
- মাত্রাবৃত্ত।

৮) সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত গ্রন্থ নয় কোনটি?  - চক্রবাক

৯) “ কাঁদো নদী কাঁদো” এটি কি? – উপন্যাস

১০) “বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতাবিসর্জনের কাহিনী লিখতে হইবে সে কথা কে জানিত “ উক্তিটি কার?  - রবীন্দ্রনাথ ঠাকুর ( হৈমন্তী)

১১) ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? – নীলদর্পন

১২) “পঞ্চতন্ত্র” গ্রন্থটি কার রচনা?  - সৈয়দ মুজতবা আলী।

১৩) কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কি? – হুতোম পেঁচা।

১৪) ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? – ১৮০০ সালের ৪ মে।

১৫) “শ্রীকৃষ্ণকীর্তন “ কাব্য কে রচনা করেন? – বড়ু চন্ডীদাস।

১৬) কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? – পাল

১৭) কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? – ১২০১-১৩৫০ খ্রি.।

১৮) বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি?  - চর্যাপদ।

১৯) বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে?  - ব্রাহ্মী লিপি থেকে।

২০) “ রোহিনী চরিত্রটি “ কোন উপন্যাসের? – কৃষ্ণকান্তের উইল।

২১) বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? – চর্যাপদ।

২২) বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? – আলালের ঘরের দুলাল।

২৩) শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ?  - উপন্যাস।

২৪) ‘ স্বাধীনতা তুমি “ কবিতাটি কার লেখা? – শামসুর রাহমান।

২৫) ‘ যুগসন্ধিক্ষণের ‘ কবি বলা কয় কাকে? – ঈশ্বরচন্দ্রগুপ্তকে।

২৬) বাংলা সনেটের প্রথম রচয়িতা কে? – মাইকেল মধুসূদন দত্ত।

২৭) পল্লীকবি বলা হয় কাকে? – জসিম উদ্ দীনকে।

২৮) ‘ সুলতানার স্বপ্ন ‘ গ্রন্থের রচয়িতা কে? – বেগম রোকেয়া।

২৯) বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? – প্রাকৃত।

৩০) কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়? – সেন আমলে।

৩১) মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধ” একটি – কাব্যগ্রন্থ।

৩২) চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন?  - ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়। 

৩৩) “ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে “” এই বিখ্যাত পঙক্তির রচয়িতা কে? – ভারতচন্দ্র।

৩৪) বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? – চন্দ্রাবতী।

৩৫) ‘ শূণ্যপুরান “ গ্রন্থটির রচয়িতা কে?  রামাই পন্ডিত।

৩৬) মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি? – রোমান্টিক প্রণয়োপাখ্যান।

৩৭) কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস? – শ্রীকান্ত।

৩৮) “ পায়ের আওয়াজ পাওয়া যায় “ নাটকটির রচয়িতা কে? – সৈয়দ শামসুল হক।

৩৯) “ কালের কলস” কাব্যগ্রন্থের রচয়িতা কে?  - আল মাহমুদ।

৪০) রবীন্দ্রনাথ তাঁর কোন নাটকটি কাজী নজরুলকে উৎসর্গ করেন? – বসন্ত।

৪১) “ মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা “ কে লিখেছেন?  - অতুল প্রসাদ সেন।

৪২) ‘ নদী ও নারী “ গ্রন্থটি কার লেখা?  - হুমায়ুন কবির।

৪৩) বাংলা ভাষার প্রথম স্বার্থক উপন্যাস কোনটি? – দুর্গেশনন্দিনী।

৪৪) “ প্রভাতে চিন্তা, নিভৃত-চিন্তা, নিশীথ – চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে? – কালীপ্রসন্ন ঘোষ।

৪৫) সনন্দ কার ছদ্মনাম? – নারায়ণ গঙ্গোপাধ্যায়।

৪৬) বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? – ১৮২৯ সালে।

৪৭) ‘ কাশিমের লড়াই' গ্রন্থটির রচয়িতা – আলাওল।

৪৮) নকশী কাঁথার মাঠ এর রচয়িতা কে? – জসীম উদ্দীন।

৪৯) বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কে? – কাজী নজরুল ইসলাম।

৫০) বঙ্কিমচন্দ্রের রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি? দুর্গেশনন্দিনী।


নৌ-পরিবহন কর্তৃপক্ষের (biwta) বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী,

নৌ-পরিবহন কর্তৃপক্ষের (biwta) বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী,

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (biwta) বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী, তারিখ ও স্থান। 
 পরীক্ষার তারিখঃ ৮ - ১৫ জুন ২০২২

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কম্পিউটার অপারেটর, মেডিক্যাল এটেনডেন্ট, নক্সাবিদ, ট্রেসার, ইলেকট্রিশিয়ান/




ইলেকট্রিশিয়ান-কাম-পাম্প ড্রাইভার, ইলেকট্রিক মেকানিক (স্যাল্ভেজ জাহাজ),ইলেকট্রিশিয়ান (জাহাজ), ওয়েল্ডার, রেফ্রিজারেটর মেকানিক, কারিগরি সহকারী (পুর), কারিগরি সহকারী (মেরিন/ ডিজেল/জাহাজ নির্মান/ মেকানিক্যাল)পদে নিয়োগের নিমেত্ত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী, তারিখ ও স্থান

Sunday, 22 May 2022

পিদিম ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পিদিম ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পিদিম স্থাপনা কাজের বৃত্তাকার 2022 বিতরণ করা হয়েছে। 

বেকার ব্যক্তিদের জন্য এটি একটি বিশাল সুযোগ। 

পিদিম প্রতিষ্ঠা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজিও। 


Pidim Foundation ngo Job Circular Apply 2022 – pidimfoundation.org


পিদিম স্থাপনায় অবস্থানের ঝুঁকি মোকাবেলায় যে কেউ এই খোলা দরজা মেনে নিতে পারেন। 

পিডিম প্রতিষ্ঠার অবস্থান 2022 এর সাথে সম্পর্কিত সমস্ত তথ্যের জন্য, আপনি আমাদের সাইটটি দেখতে পারেন.



পিডিম ফাউন্ডেশন জব সার্কুলার 2022 





চাকরির তথ্য নিয়োগকর্তা: পিডিম ফাউন্ডেশন পদের সংখ্যা নিচে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন বাংলাদেশের যেকোন স্থানে চাকরির অবস্থান নম্বর। 

শূন্যপদগুলির নীচে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন জব প্রকৃতি ফুল-টাইম চাকরির চাকরির ধরন কোম্পানী জব জেন্ডার উভয়ই আবেদন করতে পারবেন বয়সের সীমা 18 – 30 বছর যোগ্যতা স্নাতক পাস, 




পিদিম ফাউন্ডেশন



পিডিম প্রতিষ্ঠান এই এনজিও দ্বারা ব্যক্তিদের বৃত্তি খোলার উত্সাহ প্রদান করছে। 

পিদিম এস্টাবলিশমেন্ট কল্পনা করে যে তরুণ এবং উদ্যমী ব্যক্তিরা এই বেসরকারী কাজে অর্জনের পথ। 

আপনি আপনার কর্মজীবন একত্রিত করার প্রয়োজন যে বন্ধ সুযোগ, আপনি এই অবস্থানের পরে যেতে পারেন. 

এই ক্রিয়াকলাপটি সাধারনত তাৎপর্যপূর্ণ এবং প্রাত্যহিক জীবন জুড়ে কৃতিত্ব বিবেচনা করা গুরুত্বপূর্ণ। 

এটা আমাদের পাবলিক কার্যকলাপের কারণ হয়. 

এই চাকরির জন্য আপনাকে আবেদন করতে হবে এমন সুযোগে, আপনাকে চাকরির সার্কুলার চিত্রের ভিতরে আপনার আবেদনটি উপস্থাপন করতে হবে। 

পিদিম প্রতিষ্ঠার অনন্য কর্মসংস্থান রাউন্ডটি একটি চিত্রে পরিবর্তিত হয়েছে যাতে প্রত্যেকে কার্যকরভাবে অনুধাবন করতে পারে এবং এই ক্রিয়াকলাপটি ডাউনলোড করতে পারে। 

পিদিম স্থাপনা 


তাদের সকলের জন্য যারা পিআইডিআইএম ফাউন্ডেশন চাকরির বিজ্ঞপ্তির জন্য একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন। 

আমি তোমাদের জন্য খুব ভাল খবর একটি টুকরা আছে. 

অবশেষে, পিডিম ফাউন্ডেশন চাকরির বিজ্ঞপ্তি 2022  আবেদনের জন্য উন্মুক্ত। 

যেহেতু এটি বাংলাদেশের একটি সুপরিচিত এনজিও চাকরি। 

এছাড়া পিদিম ফাউন্ডেশনে ক্যারিয়ার। 

বেশিরভাগ চাকরিপ্রার্থী এই নির্ভরযোগ্য চাকরির জন্য আবেদন করতে চায়। 

এছাড়াও, আপনি যদি পিদিম ফাউন্ডেশনের চাকরির আবেদন ফর্ম 2022-এর জন্য আবেদন করতে চান তাহলে ডাউনলোড করুন। প্রথমে, পুরো সার্কুলারটি খুব মনোযোগ সহকারে পড়ুন। 

পিডিম ফাউন্ডেশনের চাকরির সার্কুলার তাদের কর্তৃপক্ষ দ্বারা দৈনিক চাকরির বিজ্ঞপ্তিতে প্রকাশিত এবং আমার ওয়েবসাইটে এ উপলব্ধ। 

পিদিম ফাউন্ডেশনে চাকরির বিজ্ঞপ্তি 2022। এটি মনোযোগ সহকারে পড়ুন। 

পিদিম ফাউন্ডেশন জব সার্কুলার এই পোস্টে কিছু নতুন চাকরির শূন্যপদ অফার করে। 

ন্যূনতম ব্যাচেলর ডিগ্রী, মেডিকেল স্নাতক, মাস্টার্স ডিগ্রী শিক্ষার্থীরাও এই পিদিম ফাউন্ডেশন এনজিও সার্কুলার 2022-এ জমা দেওয়ার জন্য আবেদন করে।

দৈনিক প্রথম আলো - ২১ মে ২০২২

Saturday, 21 May 2022

১২৬ পদে পল্লী সঞ্চয় ব্যাংক এ নিয়োগ বিজ্ঞপ্তি

১২৬ পদে পল্লী সঞ্চয় ব্যাংক এ নিয়োগ বিজ্ঞপ্তি

Palli Sanchay Bank Job Circular 2022

পল্লী সঞ্চয় ব্যাংকের চাকরির বিজ্ঞপ্তি 2022


পল্লী সঞ্চয় ব্যাংক চাকরির সার্কুলার 2022 তাদের কর্তৃপক্ষের দ্বারা দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এই ব্যাংক চাকরির সম্পূর্ণ  থেকে জানতে

পল্লী সঞ্চয় ব্যাংক হল ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাগুলি গ্রামীণ দরিদ্রদের সাপ্তাহিক বা মাসিক পরিশোধ পদ্ধতিতে ঋণ দেয়, যা ঋণগ্রহীতাদের জন্য অকেজো কারণ মুদি দোকানের অর্থ পরিশোধের জন্য তাদের বেশিরভাগ অর্থ ব্যয় করতে হয়, পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান 

মজুমদার ঢাকা ট্রিবিউনকে এ তথ্য জানান। 

তাকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। 

পল্লী সঞ্চয় ব্যাংকের মূল লক্ষ্য হলো দেশ থেকে দারিদ্র্য দূর করা কারণ যারা ব্যাংকে টাকা জমা রাখবে তারাই উদ্যোক্তা হতে পারবে। 

সম্প্রতি পল্লী সঞ্চয় ব্যাংক পজিশন ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম অ্যানালিস্টের একজন নতুন চাকরির ধারক নিয়োগ করছে।




প্রোগ্রামার, এবং সহকারী প্রোগ্রামার। 

আপনি এই ব্যাংক চাকরির প্রয়োজনীয় তথ্য যেমন প্রকাশিত তারিখ, আবেদনের সময়সীমা, অনলাইন আবেদনের লিঙ্ক এবং প্রক্রিয়া, বেতন, অবস্থান, অতিরিক্ত প্রয়োজনীয়তা, শিক্ষাগত যোগ্যতা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মূল চাকরির সার্কুলার ছবি ইত্যাদি দেখতে পারেন।  চেক আউট করুন এবং এখনই আবেদন করুন!!



ব্যাংকের নাম: একটি বাড়ি একতি খামার



■ চাকরির অবস্থান: নগদ সহকারী



■ চাকরির পোস্টিং তারিখ: 18 মে     2022



■ আবেদন শুরুর তারিখ: 19  মে  2022 (10.00 AM)



■ আবেদনের শেষ তারিখ: 16 জুন 2022


■ বেতন: 35,500 – 67,010 টাকা



■ আবেদন ফি –জানতে পল্লী সঞ্চয় ব্যাংক সাইট ভিজিট করুন 



■ শিক্ষাগত প্রয়োজনীয়তা: চাকরির সার্কুলার ছবি দেখুন।

■ অভিজ্ঞতার প্রয়োজনীয়তা: চাকরির সার্কুলার ছবি দেখুন।



■ চাকরির শূন্যপদের সংখ্যা: চাকরীর সার্কুলার ছবি দেখুন



চাকরির জন্য বয়স সীমা: 18-32 বছর।



■ চাকরির অবস্থান: বাংলাদেশের যেকোনো স্থানে



■ কর্মসংস্থানের ধরন: স্থায়ী



■ চাকরির বিভাগ: ব্যাংক



■ চাকরির সূত্র: অনলাইন 

আবেদনের শেঃ তারিখ 16 জুন 2022 


Apply: https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php




আপনি যদি আরও সরকারি ও বেসরকারি ব্যাংকের চাকরির সার্কুলার চান তাহলে নিয়মিত আমাদের বিডিতে চাকরির সার্কুলার ওয়েবসাইটের সাথে সংযোগ করুন। 

সরকারি চাকরির সার্কুলার, বেসরকারি চাকরির সার্কুলার, আন্তর্জাতিক চাকরির সার্কুলার, সব ব্যাঙ্কের চাকরির সার্কুলার, সরকারি ও বেসরকারি পরীক্ষার ফলাফল, ক্যারিয়ারের উন্নতির টিপস এবং ট্রিকস এবং আরও অনেক কিছু সহ সকল বিভাগে বিডি জবস ক্যারিয়ারের সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তির খবর প্রকাশিত হয়েছে। 


আমরা বিশ্বাস করি যে আমাদের প্রকাশনার তথ্য চাকরিপ্রার্থীদের সাহায্য করে যারা আরও ভালো চাকরি খুঁজছেন।



আমরা নতুনদের জন্য ট্রেন্ডিং রিসোর্স শেয়ার করি বিশেষ করে যারা তাদের জ্ঞান বাড়াচ্ছে। 

আমাদের মূল লক্ষ্য বেকারদের সাহায্য করে এমন একটি প্রকৃত আপডেট প্রকাশ করে বাংলাদেশে একটি বিশ্বস্ত চাকরির সার্কুলার ওয়েবসাইট হয়ে ওঠা। 

শুধু আমাদের সাথে সংযোগ করুন সেইসাথে ফেসবুক পেজ লাইক করুন এবং একটি Facebook গ্রুপে যোগ দিন। 

ধন্যবাদ

৬৬০ পদে মানবিক সাহায্য সংস্থা (MSS) NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি

৬৬০ পদে মানবিক সাহায্য সংস্থা (MSS) NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি

Manabik Shahajya Sangstha MSS NGO Job Circular 2022

৬৬০ পদে মানবিক সাহায্য সংস্থা (MSS) NGO তে নিয়োগ বিজ্ঞপ্তি


মানবিক সাহায্য সংস্থা এমএসএস লিমিটেড কর্তৃপক্ষ সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইট https://mssbd.org এবং সংবাদপত্রে অফিসার / এক্সিকিউটিভ পদে MSS NGO জব সার্কুলার 2022 প্রকাশ করেছে।
নতুন চাকরির বিজ্ঞপ্তি যা আপনার আগ্রহের হতে পারে।


মানবিক সাহায্য সংস্থা এমএসএস লিমিটেড তাদের প্রতিষ্ঠানে নিয়মিত লোক নিয়োগ করে।
চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী তারা তাদের প্রতিষ্ঠানে কিছু লোকএই নিবন্ধে, আমরা সমস্ত এনজিও চাকরির বিজ্ঞপ্তি 2022 সম্পর্কে সবকিছু কভার করেছি।

এখান থেকে আপনি মানবিক সাহায্য  সংস্থা MSS NGO চাকরির বিজ্ঞপ্তি 2022- অফিসার/এক্সিকিউটিভ-এর বিশদ বিবরণ পাবেন।
নীচের তথ্যগুলি আপনার জন্য সজ্জিত করা হয়েছে যাতে আপনি সহজেই তথ্য পেতে পারেন।



আমরা এই চাকরির সার্কুলার পোস্টের মাধ্যমে যাওয়ার পরামর্শ দিই।

আমরা মানবিক সাহায্য  সংস্থা এমএসএস-এর পদের নাম, শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, প্রকাশের তারিখ, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে লিখেছি। আবেদন করার আগে চাকরির পদের নামটি গুরুত্বপূর্ণ আপনাকে আপনার আবেগ অনুযায়ী বেছে নিতে হবে এবং জিজ্ঞাসা করতে হবে
আপনি, আপনার আবেগ কি?
এখানে আমরা চাকরির পদের নাম(গুলি) তালিকাভুক্ত করেছি।
আমরা আপনাকে পোস্টের নাম আবার চেক করার পরামর্শ দিই।
এটা ফুলটাইম কাজ।

আপনি কি মানবিক সাহায্য  সংস্থা এমএসএস লিমিটেডের পদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন?
আপনি যদি আপনার চাকরি বেছে নেন, তাহলে দেখে নিন কোন যোগ্যতা আপনার সাথে মেলে।
নিচের সার্কুলার ইমেজ চেক করুন.
এসব যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারেন

মানবিক সাহায্য সংস্থা এমএসএস জব সার্কুলার 2022 অফিসার/এক্সিকিউটিভ-এ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে যা আপনার জীবনের ক্যারিয়ারকে উন্নত করতে।
তারা দুর্বল ছুটি, মাসিক আশ্চর্যজনক বেতন, বাৎসরিক বেতন বৃদ্ধির ব্যবস্থা এবং অন্যান্য সুবিধা ও সুবিধাও প্রদান করে।

আমরা আপনার সাহায্যের জন্য বেতন, অবস্থান এবং অন্যান্য তথ্যও কভার করি।

MSS NGO জব সার্কুলার 2022-এর চাকরির সারাংশ

আমরা মানবিক সাহায্য  সংস্থা এমএসএস-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই তথ্য সংগ্রহ করেছি, নীচের তথ্যটি দেখুন।
নীচের ছবিতে সম্পূর্ণ চাকরির বিজ্ঞপ্তি যুক্ত করা হয়েছে।

কাজের তথ্য

নিয়োগকর্তা মানবিক শাহায্য সংস্থা এমএসএস লিমিটেড পোস্টের নাম দেখুন চাকরির সার্কুলার চাকরির অবস্থান বাংলাদেশের যে কোনো জায়গায় নম্বর.
চাকরির সার্কুলার দেখুন চাকরির ধরন পূর্ণ সময়ের চাকরির ক্যাটাগরি কোম্পানী চাকরির লিঙ্গ পুরুষ এবং মহিলা উভয়কেই আবেদন করার অনুমতি দেওয়া হয়েছে। বয়সের সীমাবদ্ধতা: 18 থেকে 40 বছর শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস, ডিপ্লোমা পাস, এইচএসসি পাস, এসএসসি পাস। অভিজ্ঞতা: চাকরির যোগ্যতা: চাকরির যোগ্যতা

অভিজ্ঞতার প্রয়োজনীয়তা:চাকরীর সার্কুলার দেখুন বেতন:চাকরীর সার্কুলার দেখুন আবেদন ফি:বিনামূল্যে অন্যান্য সুবিধাগুলি:কোম্পানীর চাকুরী আইন এবং প্রবিধান অনুযায়ী।প্রকাশের তারিখ:চাকরীর সার্কুলার দেখুন আবেদনের শেষ তারিখ:চাকরীর সার্কুলার দেখুন

কোম্পানির নাম মানবিক সাহায্য  সংস্থা এমএসএস লিমিটেড কোম্পানির ধরন: কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট: https://mssbd.org

এখানে আমরা মানবিক শাহাজ্যা সংস্থা MSS-এর মূল চাকরির সার্কুলার প্রদান করেছি।
মানবিক সাহায্য  সংস্থা এমএসএস চাকরির বিজ্ঞপ্তি 2022 সম্পর্কে বিশদ তথ্য পেতে ছবিটি দেখুন। তাই অনুগ্রহ করে ছবির নিচের চাকরির আবেদন প্রক্রিয়াটি দেখুন